
নেত্রকোণা জেলা কারাগারের কয়েদি আলী আহমদ খান ওরফে শিপন মিয়ার (৩৮) মৃত্যু হয়েছে। কারাগার পুলিশ ও স্বজনদের দাবি স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টম্বর) বেলা সাড় ১১টার দিকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। শিপন মিয়া নেত্রকোনা শহরের পূর্ব কাটলি এলাকার মরতুজ আলীর ছেলে।
নেত্রকোনা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাসমিয়া হাসান কয়েদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।
কারা পুলিশ সূত্র জানা গেছে, নেত্রকোনা পৌরসভার পূর্ব কাটলী গ্রামের আলী আহমদ খান ওরফ শিপন মিয়া গত ২০১৮ সন মাদক বিরোধী অভিযানের সময় গ্রেপ্তার হয়ছিলেন। বৃহস্পতিবার বিকালে কারাগারে থাকা শিপন মিয়া অসুস্থ হয়ে পড়েন। তাকে কারা হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়। সুস্থ না হওয়ায় শুক্রবার সকালে তাকে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়। পর সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের ভাই মনোয়ারুল হক সাবুল ও ভাগনে আজিজুল ইসলাম জানান, মাদক মামলায় গ্রেপ্তার হয়ে এতোদিন হাজতেই ছিলেন শিপন মিয়া। ভাগনে জানায় স্ট্রাক করে মারা যাওয়ার খবর তারা এসেছেন।
নেত্রকোনা কারা পুলিশ শাহিনুল ইসলাম জানান, বুক ব্যথা অনুভব করল তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার সকালে নেত্রকোনা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর