সুনামগঞ্জের তাহিরপুরে শাহ আরেফিন (রা.) মাজারে প্রতি বছর ওরসকে কেন্দ্র করে গান বাজনা হত। এখন থেকে ওরস ছাড়াও বৃহস্পতিবার, শুক্রবার গান বাজনা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে বলে জানিয়েছেন মাজার কর্তৃপক্ষ।
মাজার কর্তৃপক্ষ জানায়, মাজারে ওরস উপলক্ষ্যে গান বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হল, কেউ বাদ্যযন্ত্র নিয়ে আসবেন না। সেজদাও করবেন না। এখন থেকে বাৎসরিক ওরস সহ বৃহস্পতিবার ও শুক্রবার গান বাজনা বন্ধ থাকবে। কেউ যদি এই নির্দেশনা অমান্য করার চেষ্টা করে তাহলে তা প্রতিহত করা হবে।
এর আগে নাচ, গান, মদ, জুয়া, গাজা, অশ্লীলতা, নারী নৃত্যসহ অসামাজিক, অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবি জানায় স্থানীয় ছাত্র জনতা।
আরও জানা গেছে, প্রতি বছর নিয়ম অনুযায়ী তিন দিনব্যাপী ওরসের আয়োজন করে থাকে মাজার কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে প্রথম দিন খতমে কোরআন, দোয়া ও জিকির এবং মিলাদ মাহফিল ও শেষ দিন বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় সকল আয়োজন।
মাজার কর্তৃপক্ষের নির্দিষ্ট কর্মসূচির বাইরে ওরস চলাকালে ভক্ত আশেকানরা প্যান্ডেল করে উচ্চ শব্দে গান বাজনা করে, নাচ, মাদক সেবনসহ অন্যান্য কাজ করে থাকে দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার ভক্ত আশেকানগন।
এ ব্যাপারে শাহ আরেফিন মাজার কমিটির সাধারণ সম্পাদক আলম সাব্বির জানান, মাজারে গান বাজনা বন্ধের বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে আমরা বৈঠক করেছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে মাজারে গান বাজনা, মাদক সেবন করা যাবে না এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে। বিষয়টি তদারকি করার জন্য মুসল্লি,ছাত্র-জনতা ও আলেমদের নিয়ে সার্বিক পরিস্থিতি কঠোরভাবে নজরদারির মধ্যে রাখা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর