
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের আকতাড়াইল আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে স্বপদে পুনর্বহাল হলেন প্রধান শিক্ষক মো: মতিউর রহমান। আকতাড়াইল আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি ও সাবেক এমপি হাসিনা বারী চৌধুরী ও তার সহযোগীদের যোগসাজশে ২৯ সেপ্টেম্বরের ২২ সালে অবৈধ ভাবে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়। ৮ সেপ্টেম্বর তারিখে বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে আকতাড়াইল আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৭জন শিক্ষক, অভিভাবকগণ, স্থায়ী দাতা সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়কদের উপস্থিতিতে আলোচনা এক সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শিক্ষক-কর্মচারীদের নীতিমালা পর্যালোচনা করে বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো. মতিউর রহমানকে স্বপদে পুনর্বহালের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ বিষয়ে আকতাড়াইল আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: মতিউর রহমান বলেন, আমাকে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে দলীয় প্রভাব খাটিয়ে সাবেক সভাপতি ও সাবেক এমপি হাসিনা বারী চৌধুরী ও তার সহযোগিদের যোগসাজশে বরখাস্ত করা হয়েছিল। সরকার পতনের পর সাবেক সভাপতি আ. আওয়াল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা দেওয়ান সোহেল রানা, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় বর্তমান বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে প্রধান শিক্ষকের পদে পুনর্বহাল হই। আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান জানান, বেসরকারি শিক্ষক কর্মচারীদের পরিপত্রে উল্লেখ আছে যে, স্বীকৃত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম ১৮০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার বিধান রয়েছে। অন্যথায় ১৮০ কার্যদিবস শেষে উক্ত শিক্ষক কর্মচারী স্বয়ংক্রিয়ভাবে স্বপদে বহাল থেকে বেতনাদিসহ সকল সুবিধা পাবেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর