সিরাজগঞ্জে অপহরণের পর হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইসমাইল শেখ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে র্যাব-১২ সদস্যরা বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইসমাইল শেখ সিরাজগঞ্জ শহরের মাহমুদুর মহল্লাহর সাইফুল শেখের ছেলে।
র্যাব-১২ কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, ২০১৬ সালের ২৫ জুন শহরের আলাউদ্দিন ষ্টোরের কর্মচারী শামীম শেখ বকেয়া টাকা উত্তোলনের জন্য উল্লাপাড়া গিয়ে নিখোঁজ হয়। পরদিন উল্লাপাড়া থানা পুলিশ বড়হর দক্ষিণ পাড়া থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় শামীমের বাবা শামসুল হক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইসমাইল শেখসহ ৪ জনকে আটক করে।
আটককৃতরা আদালতের স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। পরে আদালত চলতি বছরের আগস্টে ৪জনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রদান করেন। আসামীরা পলাতক থাকায় র্যাব সদস্যরা গ্রেফতারে অভিযানে নামে। এ অবস্থায় মাত্র ১৫দিনের মধ্যেই শুক্রবার রাতে ৪ জনের মধ্যে ইসমাইল শেখকে অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইসামইলকে সদর থানায় হস্তান্তরপুর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও এই কর্মকর্তা জানিয়েছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর