
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় তাইয়ান আহমেদ ফাহাদ নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাধিকা নবীনগর সড়কের ব্রাহ্মণহাতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাহাদ জেলার বাঞ্ছারামপুর উপজেলার পৌর এলাকার হুমায়ুন কবিরের ছেলে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য।
এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকার সহ আরো দুই জন আহত হয়েছেন।
জানা গেছে, দলীয় কার্যক্রমে অংশগ্রহন করার জন্য ওই দুই ছাত্রদল নেতাসহ ৪ জন দুটি মোটরসাইকেল যোগে ব্রাহ্মণবাড়িয়ায় আসছিল। পথিমধ্যে ব্রাহ্মণহাতা এলাকায় একটি বেপরোয়া অটোরিক্সার সাথে ধাক্কা লাগে। এ সময় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাইয়ান আহমেদ ফাহাদকে মৃত ঘোষনা করেন। বাকী আহত ৩ জনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ব্রাহ্মণহাতা এলাকাবাসী অটো রিক্সাচলককে আটক করেছে বলে জানাগেছে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর