
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ দাবি লাগাতার কর্মসূচি পালন করেছে একদল আন্দোলনরত শিক্ষার্থীরা। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আগামী রোববার বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে যদি দাবি পূরণের কোন আশ্বাস না পান, ক্লাসে ফিরবেন না তারা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ক্যফেটেরিয়াতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে এই দেশ থেকে উৎখাত করেছে বিপ্লবী ছাত্র-জনতা। এই আন্দোলনের শুরুটা হয়েছিলো এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এবং সেই আন্দোলনের বীজ বপন করেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু আমাদেরকে এটা মানতে হবে যে, এই দেশে একটি সরকার স্বৈরাচারী হয়ে উঠে কয়েকটি সিস্টেমের মাধ্যমে। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি অন্যতম, যেখানে বার বার এই সিস্টেমের পুঁজি করা হয় সাধারণ শিক্ষার্থীদেরকে। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে বিভিন্ন দলীয় ছাত্র সংগঠন যে সিস্টেম চালু করে রেখেছে তা থেকে পরিত্রাণ পেতে সাধারণ শিক্ষার্থীরা মরিয়া হয়ে উঠেছে। এই দিকে আবারও এই ক্যাম্পাসকে দলীয় রাজনৈতিক কার্যালয় বানানোর অপচেষ্টা চালাচ্ছে কয়েকটি দলীয় ছাত্র সংগঠন।
তারা আরো বলেন, বিগত সময়গুলোতে আমরা দেখেছি হলগুলোতে গেস্টরুম, গণরুমের নামে সাধারণ শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিক প্রহসন চালানো হয় শুধু তাদের ফ্যাসিবাদি স্বার্থ হাসিল করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ধরনের নোংরা দলীয় রাজনীতির বিপক্ষে অবস্থান করছে সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিরাজনীতিকীকরনের পক্ষে নয়; বরং গনতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ শিক্ষার্থীদের অভিভাবক নির্বাচন করার পক্ষে এবং সুস্থ ধারার ছাত্র রাজনীতি যা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চায়।
আগামী রোববার অবস্থা কর্মসূচি ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন, ইতোমধ্যে ক্যাম্পাসে দলীয় ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে বেশ কিছু কর্মসূচি পালন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী সিন্ডিকেট মিটিংয়ে আমাদের নিম্নোক্ত দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল দুপুর ২ টায় ভিসি চত্ত্বর প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করব।
দাবি না মানলে ক্লাস-পরীক্ষায় ফিরবেন না, এমন প্রসঙ্গ উল্লেখ করে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাফিউর রহমান বলেন, আমাদের দুই দফা দাবি অত্যন্ত স্পষ্ট। প্রথমটি হলো ক্যাম্পাসে দলীয় ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং অন্যটি অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দিতে হবে। যদি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করা হলে আমরা ক্লাস-পরিক্ষা বর্জন করে কঠোর কর্মসূচি ঘোষণা করব।
এর আগে একই দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ এবং উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর