বরগুনার আমতলীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রিড়া বিষয়ক সম্পাদক দিদারের গাড়ি বহরে হামলা ও হত্যার প্রতিবাদে আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের গেটের দলীয় অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মেহেদী হাসান রিজনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন আমতলী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম রিপন। সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মোহেদী হাসান রিজন।
নেতৃবৃন্দ বলেন, এই স্বৈরাচারী, ভোট ডাকাত হাসিনা সরকার জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় এসেছিল। ঘুম, খুন অত্যাচার-নির্যাতন, জুলুম, ঘুষ-দুর্নীতি, নির্দোষ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা করে দীর্ঘ ১৬ টি বছর রাষ্ট্রের সম্পদ ও জাতিকে শোষণ করেছে।
বাংলার দেশ প্রেমিক ছাত্র-জনতা রাজপথে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে বিতাড়িত করেছে। আমরা বাংলার দামাল তরুণ ছাত্র-ছাত্রীদের স্যালুট জানাই।খুনি হাসিনা বাংলার দামাল তরুন ও দেশবরেণ্য ছাত্র জনতার উপর নির্মম পাশবিখতা চালিয়ে গণহত্যা করেছে। এবং এখনও গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে।আমরা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা দিদার ভাইয়ের গাড়ি বহরে হামলা ও হত্যাসহ দেশের সকল হত্যার দেশি ও আন্তর্জাতিক আদালতে খুনি হাসিনা সহ তাদের দোসরদের বিচারের দাবি করছি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর