বরগুনার পাথরঘাটায় বৈরী আবহাওয়ায় উপকূলীয় এলাকায় ২ দিন ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ। বরফ সংকটে রয়েছে কয়েকহাজার জেলেরা। দেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য অবতরন কেন্দ্র পাথরঘাটা। বিদ্যুৎ না পেয়ে চরম বিপাকে পড়েছে বরফকল মালিক, শ্রমিক, ট্রলার মালিক, জেলেসহ সংশ্লিষ্টরা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় খোজ নিয়ে দেখা গেছে, গতকাল বিকাল থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে উপজেলা জুড়ে।
জানা গেছে, গত এক সপ্তাহ ধরে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সাগর প্রচন্ড রকম উত্তাল রয়েছে। যার ফলে জেলেরা সবাই নিরাপদ আশ্রয়ে চলে এসেছে। এই নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় চলছে দফায় দফায় বৃষ্টি। যার কারনে গতকাল থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলেরা।
এ বিষয়ে 'আল্লাহর দান' ট্রলারের মাঝি নাসির হোসেন জানান, বেশ কয়েকদিন ধরে আমরা ঘাটে এসেছি। আবহাওয়া ভাল হবার সাথে সাথে সাগরে নেমে যাবো তারজন্য তৈল, কাঁচা বাজার সহ সকল বাজার করা হয়েছে শুধু মাত্র বরফ বাকি আছে। গতকাল থেকে বিদ্যুৎ না থাকায় বরফ পাচ্ছি না। আর কবে নাগাদ পাবো তাও বলতে পারতেছে না কেউ।
'মায়ের দোয়া 'বরফ কলের মালিক মো: সেলিম মিয়া বলেন, আমাদের এই ব্যাবসা বিদ্যুৎ এর উপর নির্ভর করে। বিদ্যুৎ না থাকলে আমরা বরফ বানাতে পারি না। দুই দিন ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ বিধায় বরফ কল গুলো বন্ধ রয়েছে। কবে নাগাদ বিদ্যুৎ পাবো তাও জানিনা। আমাদের কাছে অনেক ট্রলার সিরিয়াল করে রেখেছে বরফের জন্য।
বিদ্যুৎ নিয়ে পাথরঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আব্দুস সালামের কাছে জানতে চাইলে তিনি জানান, গতকাল থেকে পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলায় ৩৩ কেভি লাইন ফল্ট এখন পর্যন্ত লাইন চালু হয়নি।মঠবাড়িয়া লাইন চালু হলে পাথরঘাটা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। তবে কখন বা কবে নাগাদ চালু করা হবে সেই সময় জানা যায়নি।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, পাথরঘাটায় প্রায় ৭০ শতাংশ মানুষ জেলে পেশার সাথে সম্পৃক্ত। তাই এখানে ২৪ ঘন্টাই বিদ্যুৎ সরবরাহ থাকা দরকার। তা না হলে অনেকেই এই পেশা থেকে দূরে সরে যাবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর