জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন এবার বর্ণাঢ্য আয়োজনে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত অনুষ্ঠানসূচি প্রকাশ করা হয়৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, (সোমবার) ১৬ সেপ্টেম্বর ২০২৪ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)-১৪৪৬ হিজরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষ্যে প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের গ্যালারীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হযরত মোহাম্মদ (সাঃ)-এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা ও ছাত্র-ছাত্রীদের জন্য পৃথকভাবে পুরষ্কারের ব্যবস্থা থাকবে।
পরে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হযরত মোহাম্মদ (সাঃ)-এর জীবন, কর্ম, শিক্ষা, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আব্দুল্লা হেল বাকী প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর