কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া ইদ্রিস মিয়া নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে মৌলভীবাজারে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শনিবার রাতে র্যাবের শ্রীমঙ্গল কোম্পানির একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল।
তিনি বলেন, গত ৬ আগস্ট সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের কোনাবাড়ি থানাধীন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ইদ্রিস মিয়াসহ কয়েকজন কারাবন্দি বিশৃঙ্খল করে পালিয়ে যায়। শনিবার রাত ৯টার দিকে মৌলভীবাজার সদরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর