
শেরপুরের নালিতাবাড়ীতে ৬ বস্তা ভারতীয় চিনি ও বিভিন্ন প্রকারের গুড়া মসলাসহ সুরুজ আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মামলা দায়ের করার পর তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এর আগে শনিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার সুতিয়ারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুরুজ আলী জেলার শ্রীবরদী উপজেলার মাদারপুর গ্রামর মৃত জবেদ আলীর পুত্র।
সূত্র জানায়, সুরুজ আলী শনিবার রাতে অটোরিকশা ভর্তি করে ভারতীয় চিনি ও মসলা পাচার করছিল। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা তল্লাশি করে ভারতীয় ৬ বস্তা চিনি ও বিভিন্ন প্রকারের গুড়া মসলা উদ্ধারের পর সুরুজ আলীকে আটক করে থানায় নিয়ে আসে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সুরুজ আলীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার পর রবিবার তাকে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর