যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের সময় টাস্কফোর্সের বিশেষ অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিলেও বালুখেকো চক্রের মূল হোতারা থেকে যাচ্ছে অধরা।
রবিবার (১৫সেপ্টেম্বর) ভোরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে যাদুকাটা নদী তীরবর্তী ঘাগটিয়া ও আশপাশের এলাকায় টাস্কফোর্সের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ। তিনি জানান,অভিযানের সময় আইন অমান্য করে নদীর পাড় কেটে বালু উত্তোলন করার অপরাধে ২৫জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের নেতৃত্ব দেন সুনামগঞ্জের সিনিয়র সহকারি কমিশনার (রাজস্ব) আমজাদ হোসেন। এ সময় অভিযানে পুলিশ, বিজিবি, আনসার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় এলাকাবাসীরা দাবি জানান, নদীর তীরে মালিকদের কেও আইনের আওতায় আনা প্রয়োজন। কারণ তারাই নদীর তীর কেটে বালু বিক্রি করছে। এর সাথে সাংবাদিক নামধারী বাদাঘাট ইউনিয়নের কয়েকজন ও ঘাগটিয়া গ্রামের চিহ্নিত বালু খেকুরা রয়েছেন যারা নদীর পাড়ে বসবাসকারীদের জায়গা ক্রয় করে। পরে সেই জায়গা তাদের নিয়োজিত লোক দিয়ে বিক্রি করে।
আর বেশি ভাগ আটক হয় শ্রমিক, আর যারা নদীর পাড় বিক্রি করে তারা অধরাই থেকে যাচ্ছে যুগ যুগ ধরে। নদীর পাড়ে যাদের জায়গা আছে আর পাড় কেটে বালু বিক্রিকারী মালিকের তালিকা করে তাদের আটক করার দাবি জানাই। তারপরই আশা করি এই পার কাটা বন্ধ হবে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ বলেন,আটক ব্যক্তিদের বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে গ্রেপ্তার করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ছয়জনকে ২১ দিনের ও ১৯ জনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুদ্দিন জানান,দন্ডপ্রাপ্তদের আদালতে পাঠানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর