বৈরী আবহাওয়ায় দুদিন ধরে টানা বৃষ্টিপাতে বরিশালে দেখা দিয়েছে জলাবদ্ধতা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক প্রণব কুমার রয় জানিয়েছেন, রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৭৬ দশমিক ৬ মিলিমিটার।
এ সময় বাতাসের গতিবেগ ছিল ৪৫ কিলোমিটার। ভারী বর্ষণের ফলে কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার শূন্য দশমিক ৩৮ সে. মি. ওপর থেকে প্রবাহিত হচ্ছে। ফলে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল।
বৈরি আবহাওয়ার কারণে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বরিশাল নৌ বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
এদিকে একটানা বৃষ্টিতে নগরীর বটতলা নবগ্রাম রোড, মুন্সিগ্যারেজ, বগুড়া রোড, কালিবাড়ি রোড, পলিটেকনিক রোড, ভাটিখানাসহ বেশিরভাগ সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। কোথাও কোথাও বাসা বাড়ির ভেতরে প্রবেশ করেছে পানি। বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
বরিশাল নগরীর বটতলা এলাকার বাসিন্দা রাজু জানান, নগরবাসী সিটি করপোরেশন থেকে ড্রেন পরিষ্কার না করার কারণে অল্প বৃষ্টিতেই নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
এতে সড়কে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের। জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে শিক্ষার্থী অর্নব জানান, তাদের শিক্ষা প্রতিষ্ঠানেও জমেছে পানি। শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে বন্ধ পেয়ে ফিরে যাচ্ছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর