
চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেনকে রড দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় বিএনপি ছাত্রদলের ২৫ নেতা কর্মীর নামে চাটমোহর থানায় একটি মামলা হয়েছে। শনিবার রাতে মামলাটি করেন ফারুক হোসেনের বড় ভাই মাসুদ রানা। মামলায় আরো ১০ জন কে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে।
মামলায় বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, ইউপি সদস্য আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আরিফুল ইসলাম সহ সকল আসামি বিএনপির কর্মী সমর্থক বলে জানা গেছে।
গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার মথুরাপুর তেলপাম্প সংলগ্ন এলাকায় উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেনের উপর সন্ত্রাসী হামলা হয়। হামলায় তাকে রড দিয়ে পিটিয়ে দুই পা'ই ভেঙ্গে দেয় সন্ত্রাসীরা। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা মামলার সত্যতা স্বীকার করে বলেন, ফারুকের বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর