ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে ১ম বর্ষ থেকে বৈধ সিট এবং শতভাগ আবাসিকী করণ দাবিতে ঝুম বৃষ্টিতে ভিজে মুখে লাল কাপড় বেঁধে মৌন প্রতিবাদ করেছেন বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থীরা।
রোববার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এ মানববন্ধন পালন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, বৈধ সিট প্রত্যেক শিক্ষার্থীর অধিকার কেন প্রথম বর্ষ থেকে একজন শিক্ষার্থী হলে থাকতে পারবে না। প্রথম বর্ষ থেকে হলে সিট এটা সকল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অধিকার। এতোদিন রাজনৈতিক দখলদারত্বের কারণে হলে সিট পাওয়া যেতো না, সেটিরও অবসান হয়েছে। তারপরেও কেন শিক্ষার্থীদের এখনও বৈধ সিটের জন্য অপেক্ষা করতে হবে। ইতোমধ্যে কয়েকবার উপাচার্য স্যারের দেখা করে স্মারকলিপি দেওয় হয়েছে। এখন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। আমরা চাই, অবিলম্বে আমাদের দাবি মেনে নিয়ে হলে প্রত্যেক শিক্ষার্থীর যেন সিট নিশ্চিত করা হোক
এসময় তারা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এগুলোতে লেখা ছিল- ‘ক্লাস শুরুর আগে সিটের ব্যবস্থা করতে হবে’, ‘সিট কই সিট কই, হলে আমার সিট কই’, ‘আবাসনের চিন্তা ছাড়তে চাই’, ‘বৈধ সিট আমার অধিকার’।
শাকিল/সাএ
সর্বশেষ খবর