
রাজবাড়ীর পাংশায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এ ঘটনায় পুলিশ পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বিলমন্ডব (বিল নিহারী) গ্রামের মো. হারিজ আলী খার ছেলে মো. রতন খা (৩৫) কে গ্রেপ্তার করেছে। রবিবার বিকেলে রাজবাড়ি আদালতের ম্যাজিষ্ট্রেটের নিকট ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রতন খা।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, বিলমন্ডব (বিল নিহারী) গ্রামের মো. হারিজ আলী খার ছেলে মো. রতন খা শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১ টার সময় পারিবারিক মনোমালিন্যের জের ধরে তার স্ত্রী মোছা. চামেলি বেগম (২৩) কে তার-ই ব্যবহৃত ওড়না দিয়ে শ্বাস রোধ করে হত্যা করে। এ হত্যা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য লাশ ঘর থেকে বারান্দায় এনে তার মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার উদ্দেশ্যে শোর চিৎকার করে এবং স্ত্রীর বাবার বাড়িতে খবর দেয়।
ওসি বলেন, খবর পেয়ে পাংশা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চামেলি বেগমের লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য লাশ রাজবাড়ি সদর হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে চামেলি বেগমের বাবা মো. আঃ মালেক মন্ডল বাদী হয়ে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের প্রত্যাশায় পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পাংশা মডেল থানার তৎপরতায় মো. রতন খাকে গ্রেপ্তার করা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে তার স্ত্রী চামেলীকে নিজ হাতে হত্যা করার অপরাধ স্বীকার করে। পুলিশ তার দেয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ওড়না ও বিষের বোতলটি উদ্ধার কারে।
ওসি আরও বলেন, আসামি মো. রতন খা ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় রাজবাড়ি ম্যাজিস্ট্রেটের কাছে হত্যাকাণ্ডের দোষ স্বীকার করেছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর