সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই পয়েন্টে যমুনা নদীর বাঁধে ধস নেমেছে। এতে বাঁধের ৮০ মিটার এলাকায় বিলীন হয়েছে। যমুনার ঘূর্ণাবর্তের কারণ শনিবার রাতে এ ধস নামে। এতে এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণ করছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকলেসুর রহমান জানান, শনিবার রাত থেকে কাজিপুরের মেঘাই এলাকায় যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধে ধস দেখা দেয়। এতে বাঁধের ৮০ মিটার অংশ ধসে গেছে। সংবাদ পেয়ে ভাঙ্গনরোধে জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে।
ভাঙ্গনরোধে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সহযোগিতা করছে। তবে স্থানীয়দের অভিযোগ ডান তীরের নিকট থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার কারণে এই ভাঙন দেখা দিয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর