ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের রাজনীতি বন্ধে এবার সর্বাত্মক আন্দোলনে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এছাড়া তারা হলে হলে আগামীকাল সোমবার গণসংযোগ করবেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন দলীয় রাজনীতি ভুক্ত ক্যাম্পাস আন্দোলনের অন্যতম সংগঠক ও বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এণ্ড লিডারশিপ বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ।
তিনি বলেন, ক্যাম্পাসে দলীয় ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ এবং অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবি জানিয়ে আমরা দীর্ঘদিন কর্মসূচি পালন করে আসছি। তারই ধারাবাহিকতায় আগামীকাল সোমবার হলে হলে জনমত তৈরিতে গণসংযোগ এবং পরদিন ১৭ সেপ্টেম্বর সর্বাত্মক আন্দোলনে যাবে। ওইদিন ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ মিছিল এবং রাজু ভাস্কর্যে সমাবেশ অনুষ্ঠিত হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে, লাগাতার কর্মসূচি এভাবেই চলতে থাকবে।
এদিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃষ্টিতে ভিজে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থা কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ আসেন এবং শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, তাদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। পরবর্তী শিক্ষার্থীরা ওইদিনের মতো অবস্থান কর্মসূচি শেষ করেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর