
একদলীয় শাসন কায়েম করা হলে ছাত্র-জনতাকে আবারও জীবন দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেন, সরকারে কৃষক, শ্রমিক, জেলে তাঁতি, কামার, কুমার, ধোপাসহ সব ধনের পেশাজীবীকে সুযোগ দিতে হবে।
সোমাবর (১৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জেএসডি আয়োজিত ‘দ্বি-কক্ষ পার্লামেন্ট: উচ্চকক্ষের গঠন’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রব বলেন, আমরা রাজনৈতিক দলের নেতা, সব দল মিলেও কি এক শতাংশ রাজনীতি করি? বাংলাদেশে এক শতাংশ লোক রাজনীতি করে? করে না। কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, কামার, কুমার, ধোপাসহ সব ধরনের পেশাজীবীকে বাদ দিয়ে যদি আবার একদলীয় শাসন কায়েম করা হয়, আবারও তো এই ছাত্র-জনতাকে জীবন দিতে হবে। দলীয় শাসক নামে একদলীয় শাসক কায়েম হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর