জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আখতার হোসেন বলেছেন, সীমান্ত হত্যা বন্ধে সব রাজনৈতিক দলকে এক সুরে কথা বলতে হবে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর তিলোত্তমা হোটেলে এক মতিবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, বাংলাদেশ প্রশ্নে ও দেশের স্বার্থে সব রাজনৈতিক দল গত ৫৩ বছরে ঐক্যবদ্ধ হতে পারেনি। প্রত্যেকটি রাজনৈতিক দল যেন এক জায়গায় এসে কথা বলতে পারে, আমরা সেটাই বাস্তবায়ন করতে চাই।রাজনৈতিক দল কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সেটা তাদের আলাদা নীতি।
তিনি বলেন, বাংলাদেশের সীমান্তে মানুষ মরছে। সীমান্তে যদি মানুষ মারা যায়, কাউকে যদি গুলি করে হত্যা করা হয় সেক্ষেত্রে সব রাজনৈতিক দলকে এক সুরে কথা বলতে হবে।
আখতার হোসেন আরও বলেন বলেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বের অন্য কোনো দেশের চুক্তি হবে সেখানে বাংলাদেশের যে স্বার্থ সেই স্বার্থের ব্যাপারে সবগুলো পক্ষ এক সুরে কথা বলবে। পৃথিবীর অনেক উন্নত দেশ তাদের নীতিগুলো এভাবে করেছে। আমাদের দুর্ভাগ্য আমরা এটা করতে পারিনি। তবে, ২০২৪ এসে সেটার সুযোগ হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব বলেন, দেশের সঙ্গে বহিঃবিশ্বের সম্পর্ক কী হবে এটা যদি আমরা ঠিকঠাক করতে না পারি তাহলে বহিঃবিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বাংলাদেশ প্রশ্নে আমাদের রাজনৈতিক দলগুলো এক হতে হবে।
মতবিনিময় সভায় রংপুর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর