সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, জেলার সার্বিক পরিস্থিতি উন্নতির স্বার্থে ও দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপতৎপরতা রোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছেন তিনি।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করে তিনি এই আহ্বান জানান।
মতবিনিময়কালে সীমান্ত নদী ধুপাজান, পাটলাই, যাদুকাটায় চাঁদাবাজি ও সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকসহ বিভিন্ন অভিযোগ সাংবাদিকগণ তুলে ধরলে তিনি এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া আরও বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত, জনসাধারণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করবেন এবং কারো কোনো অনিয়ম সহ্য করবেন না সে যত বড় শক্তি হউক না কেন বলেও জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ,প্রবীণ সাংবাদিক ও দৈনিক সুনা মকণ্ঠ পত্রিকা সম্পাদক বিজন সেন রায়, সাধারণ সম্পাদক রওনক আহমদ বখত, সিনিয়র সহ-সভাপতি আল-হেলাল, সহ-সভাপতি সেলিম আহমদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, সিনিয়র সদস্য মাসুম হেলাল। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর