
ভাসানটেক থানার হত্যা মামলায় গ্রেপ্তার দৈনিক ভো রের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, কাজের মেয়ে লিজাকে হত্যার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা মামলায় একা ত্তর টিভির সিইও মোজাম্মেল হক বাবু ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. পায়েল হোসেন এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।
এর আগে, সোমবার সকাল ৬টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তবর্তী মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়ার মাঝামাঝি এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ চারজনকে আটক করে এলাকাবাসী। এরপর তাদের ধোবাউড়া থানা পুলিশে সোপর্দ করা হয়।
মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের আটকের খবর শুনে সোমবার দুপুরের দিকে ধুবাউড়ায় যান ডিএমপির ডিপুটি কমিশনারের নেতৃত্বে ১৬ সদস্যের একটি দল। বিকালে তারা আসামিদের ঢাকায় নিয়ে আসেন।
অন্যদিকে, সোমবার দিনগত রাত ১২টার দিকে বনানীর বাসা থেকে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর