
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন এলাকা থেকে শেখ নাসির বিড়ি ও একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশের সদস্যরা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) এসআই অজয় চন্দ্র রায়, এএসআই মোফাজ্জল হোসেনের সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার ৬ নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের বর্ণী (বর্ণীনদী) গ্রামে অভিযান চালিয়ে ১০ কার্টনে ২ লক্ষ ১০ হাজার নাসির বিড়ি ও একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ নৌকা আটক করা হয়েছে, এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন উপজেলার গৌখাল গ্রামের মৃত আব্দুর গফুরের পুত্র রহমান আলী (৪৫), পুটামারা গ্রামের মৃত্যু রাসিদ আলীর পুত্র গনু মিয়া ওরফে গনি মেম্বার (৪০), ইসলামপুর গ্রামের আব্দুল গফুর 'র পুত্র আলীম (৩৫), দক্ষিণ বুড়দেও গ্রামের উসমান আলীর পুত্র ইয়াকুব (৪০) অজ্ঞাত আরও ২/৩ জন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর