বরগুনা আমতলীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার আনুমানিক সন্ধা ৬ টার সময় আমতলী পৌরসভার ০১নং ওয়ার্ডের ওয়াপদা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত মোঃ রুবেল সরদার (৩৮) উপজেলার কুকুয়া ইউনিয়নের কুকুয়া গ্রামের মোঃ ওহাব সরদারের ছেলে।
পরিবার সুত্রে জানা গেছে, নিহত রুবেল সরদার পৌরসভার ১নং ওয়ার্ডের ওয়াপদা রোড মাদ্রাসার সামনে ড্রেজারের লাইনের বৈদ্যুতিক কাজ করতে গিয়ে অসাবধানতাবশত সক লেগে অজ্ঞান হয়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ তানভির শাহরিয়ার তাকে মৃত ঘোষণা করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি)কাজী শাখাওয়াত হোসেন তপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর