
বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ্যে সিলেট বিভাগ বিএনপি আয়োজিত আজ (১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার বিশাল র্যালি ও সমাবেশ করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি।
নগরীর ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠের বিভাগীয় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস সহ আরও বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সিলেট বিভাগের এই কর্মসূচিতে চার জেলার নেতা-কর্মী-সমর্থকেরা উপস্থিত থাকবেন বলে স্থানীয় বিএনপির নীতিনির্ধারণী একাধিক সূত্র নিশ্চিত করেছে। তাঁরা বলছেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে আজ বেলা ২টায় সমাবেশ এবং পরে বেলা ৩টার দিকে শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি সমাবেশস্থল থেকে চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার হয়ে রেজিস্ট্রারি মাঠে গিয়ে শেষ হবে।
এবিষয়ে সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী বলেন,দেশে গত পনেরো বছরে আওয়ামী ফ্যাসিস্ট শাসন সব ধরনের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দেশের আইন-বিচার ব্যবস্থাকে মগের মুল্লুক বানিয়েছিল, সেই নিপীড়নের–জুলুমের বাংলাদেশে কেউ ফিরে যেতে চায় না। দ্রুত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা তৈরি করতে হবে। দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক, সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশকে তুলে ধরতে হবে। তবেই জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের রক্ত এবং আত্মত্যাগ প্রকৃত মর্যাদা পাবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর