চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে জুলাই ও আগস্টে সংগঠিত গণহত্যার এমন বিচার করা হবে, যেন বিশ্বের কেউ প্রশ্ন তুলতে না পারে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, গণবিপ্লবের সময় অনেকেই শহীদ হয়েছেন এবং অনেকের অঙ্গহানি ঘটেছে। তাই জাতির প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। বিচার দ্রুত সম্পন্ন করার জন্য তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের কাছে প্রয়োজনীয় তথ্য প্রাপ্তি জরুরি। তদন্ত সংস্থাকে অপরাধের সব তথ্য ও উপাত্ত সংগ্রহ করতে হবে।
তাজুল ইসলাম বলেন, জনগণ চায় যে বিচার দ্রুত শেষ হোক এবং ত্রুটিহীন হোক, যাতে কোনো সমালোচনা বা প্রশ্ন উঠতে না পারে। তিনি উল্লেখ করেন, বিচার চললেও গোটা দুনিয়ায় কেউ যেন না বলতে পারে যে বিচারটি আগের মতো অবৈধ প্রক্রিয়ায় হয়েছে। এজন্য তিনি সরকারের কাছে দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠনের অনুরোধ জানিয়েছেন। ট্রাইব্যুনাল পুনর্গঠিত হলে কাজ দ্রুত এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর।
তিনি আরও বলেন, গণবিপ্লবের যে একটা চরিত্র, তাতে সবাই চাইবে দ্রুত সময়ে যেন বিচার করা হয়। পাশাপাশি এটাও তারা চাইবেন, বিচারটা যেন ত্রুটিপূর্ণ না হয়। কোনো সমালোচনার সুযোগ না থাকে।
সর্বশেষ খবর