বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়ন ট্রাক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোরে মহিপুর বাজার এলাকা থেকে ট্রাকটি চুরি হয়। ট্রাক চুরির ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ট্রাকের মালিক জুয়েল রানা। এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজা।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মহিপুর জামতলা গ্রামের শামছুল রহমানের ছেলে জুয়েল রানা প্রতিদিনের ন্যায় গত সোমবারে লিটন মোটরস কোম্পানীর একটি ট্রাক যাহার রেজিঃ নং-বগুড়া ট-১১-১৮০৩ মহিপুর বাজার সংলগ্ন ঢাকা বগুড়া মহাসড়কের পূর্ব পাশের্^ ভাই ভাই মার্কেটের সামনে রেখে চলে যায়। পরবর্তীতে ১৭ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে ট্রাকের কাছে ড্রাইভার গিয়ে দেখতে পায়না। পরবর্তীতে বিভিন্নস্থানে খোঁজা খুঁজি করেও পাওয়া না গেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
এ ব্যাপারে ট্রাকের মালিক জুয়েল রানা বলেন, আমার ট্রাকের সঙ্গে আরো ৫টি ট্রাক ছিল। তারা রাত সাড়ে ৩টার দিকে নিয়ে গেছে সেখানে আমার ট্রাক তারা দেখেছে। রাত পৌনে ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে ট্রাকটি চুরি হয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও ট্রাকটি পাওয়া যায়নি। খোঁজাখুঁজির পাশাপাশি শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছি এবং মালিক সমিতিকে জানানো হয়েছে। তবে যদি কেহ সন্ধান দিতে পারে তাকে পুরস্কৃত করা হবে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম বলেন, অভিযোগ পেয়েছি ট্রাক উদ্ধারে আমাদের টিম কাজ করছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর