
শেরপুরের নালিতাবাড়ীতে মরিচ ক্ষেত থেকে সাড়ে সাত ফুট লম্বা অজগর সাপ উদ্ধারের পর বনে অবমুক্ত করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মধুটিলা ইকোপার্কের গহিন জঙ্গলে ওই অজগর সাপটি অবমুক্ত করা হয়। এর আগে ওই দিন দুপুরে উপজেলার সীমান্তবর্তী নয়াবিল ইউনিয়নের হাতিপাগার গ্রামের সিরাজ হাজীর মরিচ ক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়।
সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে হাতিপাগার গ্রামের নাহিদ ও লুতফর নামে দুইজন ছেলে মাছ ধরার টোপ পিঁপড়ার ডিম খুঁজছিল। এ সময় সিরাজ হাজীর মরিচ ক্ষেতের কাছে এলে জালে জড়িয়ে আটকে থাকা একটি অজগর সাপ দেখতে পান তারা। পরে বন বিভাগের লোকজনদের খবর দিলে তারা সাপটিকে উদ্ধার করে মধুটিলা ইকোপার্কে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বনবিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, প্রায় সাড়ে সাত ফুট লম্বা অজগর সাপটি উদ্ধার করার পর পরিবেশের ইকো সিস্টেম রক্ষায় তার শরীরের জড়িয়ে থাকা জাল কেটে বের করে ফের তাকে গভীর বনে অবমুক্ত করে দেওয়া হয়েছে। তিনি জানান, সাড়ে সাত ফুট লম্বা ওই অজগর সাপটির ওজন প্রায় ৮ কেজি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর