জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন ও বিচার বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. রবিউল ইসলাম। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ সেপ্টেম্বরের ১৩২৯ (১২০) সংখ্যক অফিস আদেশের সূত্রে কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শায়লা আলম আশা ব্যক্তিগত কারণে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর প্রথম স্ট্যাটিউটের ৯(১) ধারা অনুযায়ী বিভাগের অধ্যাপক মো. রবিউল ইসলামকে যোগদানের তারিখ হতে ৩৬ (ছত্রিশ) মাসের জন্য আইন ও বিচার বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের হেনস্তা, তাদেরকে দুষ্কৃতকারী হিসেবে আখ্যা দেওয়া, শিক্ষার্থীর গায়ে হাত তোলা, ছাত্রীকে যৌন নিপীড়ন, টুপি, বোরকা ও পর্দা করলে তাদের নানা ভাবে হেনস্তা, মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে বিরূপ আচরণ, পরিকল্পিতভাবে ফলাফল কমিয়ে দেওয়াসহ নানা অভিযোগে বিভাগের সভাপতি অধ্যাপক তাপস কুমার দাস ও অধ্যাপক সুপ্রভাত পালের পদত্যাগ দাবিতে আন্দোলন করে আসছিলেন আইন অনুষদের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবির মুখে সভাপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন অধ্যাপক তাপস কুমার দাস। পরে মঙ্গলবার পৃথক আদেশে সুপ্রভাত পালকে সভাপতির দায়িত্ব দেওয়া হলে তিনি অপারগতা প্রকাশ করেন। একই দিনে অপর এক অফিস আদেশে অধ্যাপক রবিউল ইসলামকে নতুন সভাপতি নিয়োগ দেয়া হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর