
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু সালেহকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউপি সদস্যসহ এলাকাবাসী। বুধবার সকালে ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে ১নং প্যানেল চেয়ারম্যান হিসেবে ইউপি সদস্য মো. রেজাউল ইসলাম দায়িত্ব পালন করেন। কিন্তু মামলাজনিত কারণে রেজাউল ইসলাম কারাগারে থাকায় ডৌয়াতলা ইউপি সচিব রাজিবুল ইসলাম চক্রান্ত করে ২নং প্যানেল চেয়ারম্যান মো. শফিকুল আলমকে দায়িত্ব পালন করতে না দিয়ে ইউপি সদস্যদের নোটিশ প্রদান এবং কোন সভা না ডেকে ভুল বুঝিয়ে বিধি বহির্ভূত রেজুলিউশন খাতা এবং প্যানেল চেয়ারম্যান নির্বাচনী ফরমে স্বাক্ষর নিয়ে ইউপি সদস্য মো. আবু ছালেহকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন।
এ ঘটনায় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং ছাত্র সমাজ জোড় প্রতিবাদ জানান। বিধিবহির্ভূত নির্বাচিত প্যানেল চেয়ারম্যান আবু সালেহকে অপসারনসহ সাবেক প্যানেল পুনর্বহালের দাবি জানান তারা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর