
পঞ্চগড়ে ফাইরুজ আনিকা ওয়াসিমা প্রীনন (৩৩) নামের এক নারী চিকিৎসকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শোবার ঘরের বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছেন স্বজনেরা। তাঁদের দাবি, গলায় ফাঁস দেওয়া ওড়না ছিঁড়ে তিনি ঘরের মেঝেতে পড়ে ছিলেন।
নিহত আনিকা বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজের মেয়ে। তিনি বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকলেও প্রেষণে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আনিকা ওয়াশিমা প্রিননকে একটি ইজিবাইক নিয়মিত হাসপাতালে নিয়ে যেত। প্রতিদিনের মতো আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার কথা ছিল আনিকা ওয়াশিমা প্রিননের। কিন্তু তার কোনো সাড়া পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। বেলা বাড়ার পরও আনিকা ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে দরজা বন্ধ পান। পরে ঘরের দরজা ভেঙে তাকে গলায় ওড়না প্যাঁচানো কিছু অংশসহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনিকা তার নিজ ঘরেই সবার অজান্তে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেন এমনই ধারণা পুলিশের। তবে কী কারণে এই আত্মহত্যা তার কারণ জানা যায়নি।
বোদা থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। তবে ঘটনার পরপরই আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়নার ছিঁড়ে যাওয়া কিছু অংশ পেয়েছে।পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
সর্বশেষ খবর