
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোরশেদ আলম বলেছেন, আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। আমরা কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আগামী দিনগুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময়। মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মধ্যদিয়ে বরগুনাকে সন্ত্রাসমুক্ত জেলায় পরিণত করা হবে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১০টায় বরগুনা জেলা পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ডিআইজি মঞ্জুর মোরশেদ বলেন, পুলিশ বাহিনী সবধরনের ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর। মাদক নির্মূলে, কিশোর গ্যাং দমনে, ইভটিজিং বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে তিনি বলেন, বরগুনাকে সন্ত্রাসমুক্ত জেলায় পরিণত করা হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, অ্যাডভোকেট সোহেল হাফিজ, আবু জাফর সালেহ, সাংবাদিক মোশাররফ হোসেন, এম হারুন অর রশিদ রিংকু, মুশফিক আরিফ, রেজাউল ইসলাম টিটু, মাহমুদ হাসান তাপস প্রমুখ।
বরগুনার পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম, গোয়েন্দা কর্মকর্তা মো. জিয়াউল আহসান, বরগুনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বশির আলম প্রমুখ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর