জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ এবং উপ-উপাচার্য (শিক্ষা) পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম মাহফুজুর রহমান নিয়োগ পেয়েছেন। এছাড়া ট্রেজারার হিসেবে গণিত বিভাগের অধ্যাপক আব্দুর রবকে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে উপসচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত তিনটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৩ (১) ও ১৪(১) ধারা অনুযায়ী প্রফেসর প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সোহেল আহমেদ-কে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান কে উপ-উপাচার্য (শিক্ষা) ও গণিত বিভাগের অধ্যাপক ও গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক আব্দুর রবকে ট্রেজারার পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।
শর্তগুলো হলো- উপ-উপাচার্য ( প্রশাসন) ও (শিক্ষা) পদে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে; ট্রেজারার হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর হবে; উপর্যুক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন; মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের ধারাবাহিকতায় ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ১৩ আগস্ট প্রো-উপাচার্য (শিক্ষা) এবং ১৯ আগস্ট প্রো-উপাচার্য প্রশাসন ও ট্রেজারার পদত্যাগ করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর