
চুয়াডাঙ্গার জীবননগর উথলি বাজারের সার ডিলারের দোকানে ৭০ হাজার টাকা জরিমানা করেছে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১ টার দিকে এই জরিমানা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।অভিযানে সার ডিলার, মুদিখানাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, উথলি বাজারের মেসার্স জহির ট্রেডার্স নামক একটি বিএডিসি সার ডিলার কেন্দ্রে তদারকিকালে সরকার নির্ধারিত ১৩৫০ টাকা বস্তা টিএসপি সার ১৯৪০ টাকা পর্যন্ত বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।
এছাড়া অন্যান্য সারও সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। সারের ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে না রাখা। সেলফে ভালো কীটনাশকের সাথে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক একসাথে রেখে বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জহির উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের শেষে মেয়াদ উত্তীর্ণ কীটনাশকগুলো জনসম্মুখে নষ্ট করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর