জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে ফুল দিয়ে অভিনন্দন না জানাতে অনুরোধ জানানো হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এ অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে নবনিযুক্ত উপাচার্য বলেন, সবাই শুভেচ্ছা জানাতে পারবেন। কাউকে কোনো নিষেধ নেই। কিন্তু ফুল না নিয়ে আসার জন্য অনুরোধ থাকবে।
তিনি আরো বলেন, অনেক ত্যাগের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটেছে, অনেক রক্ত ঝরেছে, আবার বন্যাও হলো। অনেক ত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা। সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে শুভেচ্ছা জানানোটা যেন সেলিব্রেশনের পর্যায়ে চলে না যায়।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. রেজাউল করিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাবেক অধ্যাপক। তিনি ১৯৮৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও কাজ করেছেন। ২০০৮ সালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সকল রুলস রেগুলেশন তৈরিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে তিনিই প্রথম বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন। এর আগে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম পদত্যাগের ঘোষণা দেন। যদিও তাঁর পদত্যাগপত্র কয়েকদিন পর গৃহীত হয়। সেই সময় থেকেই বিশ্ববিদ্যালয়টি অভিভাবকহীন ছিল।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর