টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মো. আনোয়ারুল আজিম আখন্দকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপন জারি করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ধারা ১০ (১) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে তার যোগদানের তারিখ থেকে নিয়োগ প্রদান করা হলো। ভাইস-চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর।
আনোয়ারুল আজীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক এবং ১৯৮৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি মনবুশো নিয়ে জাপানে যান এবং ১৯৯৮ সালে নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে রোগ-প্রতিরোধ বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
আনোয়ারুল আজীম আখন্দ নাগোয়া বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজি বিভাগে ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত গবেষণা রেসিডেন্ট এবং ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগ দেন। ২০০৫ সালে তিনি সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন এবং ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত একই বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে তিনি এই বিভাগের অধ্যাপক পদে উন্নীত হন।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর