নতুন ভোটার নিবন্ধন হতে গেলে এখন থেকে অতিরিক্ত কাগজ ও জনপ্রতিনিধি স্বাক্ষর না রাখার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন(ইসি)। এক্ষেত্রে জনপ্রতিনিধির স্বাক্ষরিত সনদই যথেষ্ট বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।
ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এ সংক্রান্ত সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা যায়।
সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, সভায় আলোচনায় অংশ নিয়ে কর্মকর্তাগণ জানান, জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির আবেদনে ওয়ার্ড কাউন্সিলর বা এ জাতীয় জন প্রতিনিধির স্বাক্ষর নিতে সেবাগ্রহীতাকে বিড়ম্বনা বা হয়রানির মুখে পড়তে হয়। জনপ্রতিনিধির স্বাক্ষরিত সনদ থাকলে এর প্রয়োজন হয় না।
এছাড়া অনেক সময় সেবাগ্রহীতার কাছ থেকে বাড়ি ভাড়ার চুক্তির কাগজপত্রসহ অন্যান্য কাগজপত্র চাওয়া হয়, যা সেবাগ্রহিতার পক্ষে সরবরাহ করা সম্ভব হয় না। স্মার্ট জাতীয় পরিচয়পত্র সেবা গ্রহণের ক্ষেত্রে সেবাগ্রহিতাকে বিভিন্ন কম্পিউটার দোকানে দালালের হয়রানির মধ্যে পড়তে হয় এবং এক্ষেত্রে বিকাশ অ্যাপ-এর মতো নিজের ছবি ভেরিফিকেশন করে সহজ অ্যাপ তৈরি করে অনলাইন সেবাকে
সহজীকরণ করা যেতে পারে।
এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা জানান, একজন নাগরিকে ভোটার হওয়ার জন্য অনলাইনে নিবন্ধন ফর্ম পূরণ করে এর সঙ্গে প্রাথমিক কাগজপত্রে সঙ্গে অতিরিক্ত কিছু কাগজপত্র যোগ করে জনপ্রতিনিধির স্বাক্ষর নিয়ে জমা দিতে হয়। এতে করে নাগরিকরা নানা রকম হয়রানির শিকার হয়।
এছাড়া অনেক সময় সেবাগ্রহীতার কাছ থেকে বাড়ি ভাড়ার চুক্তির কাগজপত্রসহ অন্যান্য কাগজপত্র চাওয়া হয়, যা সেবাগ্রহিতার পক্ষে সরবরাহ করা সম্ভব হয় না।এজন্য আমরা কর্মকর্তারা এটার পক্ষে মতামত দিয়েছি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর