ময়মনসিংহের গৌরীপু্রে এক সহকারী শিক্ষককে অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে অভিভাবক, স্থানীয় এলাকাবাসী এবং শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষক শরফুল হায়দার বিদ্যুৎ নওয়াগাঁও স:প্রা:বিদ্যালয়ের সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
সহকারী শিক্ষক শরফুল হায়দার বিদ্যুৎ এর বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি, স্বেচ্ছাচারী, প্রভাব খাটিয়ে বিভিন্ন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারিকে হেনস্তা করার অভিযোগ এনে বুধবার দুপুরে নওয়াগাঁও স: প্রা: বিদ্যালয়ের মাঠে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
অভিযোগে আন্দোলনকারীরা বলেন, শরফুল হায়দার বিদ্যুৎ বিদ্যালয়ে যোগদানের পর হতে এযাবৎ বিদ্যালয়ে কখনোই নিয়মিত স্কুলে আসতেন না অথচ তার বেতন ভাতা নিয়মিত পাচ্ছেন। মাসে যেকোনো একদিন বিদ্যালয়ে এসে হাজিরা খাতায় সারামাসের স্বাক্ষর দিয়ে চলে যান। ব্যাপারে বারবার উপজেলা শিক্ষা অফিসারকে জানালেও কোন প্রতিকার পাওয়া যায়নি।
কারণ উক্ত শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ প্রাপ্ত তাই প্রশাসন তাকে খাতির ও সমীহ করে বলেই আমাদের স্থির ধারণা। তার এমনবিধ কর্মকাণ্ডে প্রধান শিক্ষক তাকে কিছু বললেই প্রধান শিক্ষকের সঙ্গে ঝগড়া ফ্যাসাদ শুরু করে দেয় বিধায় প্রধান শিক্ষক চেষ্টা করে অন্যত্র বদলি হয়ে যাবার ফলে সহকারী প্রধান শিক্ষিকা প্রধান শিক্ষকের দায়িত্বে থাকার প্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্মে সহকারী প্রধান শিক্ষিকা ও প্রায় সময়েই বিদ্যালয়ে আসতে পারেন না।
আন্দোলনকারীরা আরও বলেন, অভিযুক্ত সহকারী শিক্ষক জনাব শরফুল হায়দার বিদ্যুৎ অত্র বিদ্যালয়ের তৃতীয় শিক্ষক বটে। তার নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিতিতে অপর সহকারী শিক্ষিকাগণ যেনতেন প্রকারে ১৬০ জন ছাত্র/ছাত্রীর বিদ্যালয়টি পরিচালনা করেন বিধায় বিদ্যালয়ের পড়া লেখার মান অত্যন্ত নিম্ন। পাঁচ জন শিক্ষকের কাজ দুইজন শিক্ষিকা করলে লেখা পড়ার মান নিম্নতম হতে বাধ্য। উক্ত অবস্থার প্রেক্ষিতে বিদ্যালয়ের অধিকাংশ ছাত্র/ছাত্রী অন্যত্র চলে যাচ্ছে।
আন্দোলনকারীরা বলেন, অভিযুক্ত সহকারী শিক্ষক জনাব শরফুল হায়দার বিদ্যুৎ কোমলমতি ছাত্র/ছাত্রীগণ ও শিক্ষিকা গণের সম্মুখে প্রচুর পরিমাণে ধূমপান করেন এতে কোমলমতি ছাত্র/ছাত্রীগণের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এবং পরিবেশও দূষিত হচ্ছে।
এ বিষয়ে জানতে সহকারী শিক্ষক শরফুল হায়দার বিদ্যুৎ এর মোবাইলে একাধিক বার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বিডি২৪লাইভকে বলেন বিষয়টি তদন্তাধীন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর