সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটে ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইনস্টিটিউটের একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীরা জানান, তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য গত ১২ দিন ধরে ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসলেও কর্তৃপক্ষ কোন ধরনের পদক্ষেপ নেয়নি।
মানববন্ধনে স্টুডেন্ট সমন্বয়ক সুমন হোসেন, সুরভি আক্তার, আল মুক্তাদির বিল্লাহ এবং আরিফুল ইসলাম বলেন, মৎস্য ডিপ্লোমা শিক্ষার্থীদের সাথে দীর্ঘদিন যাবৎ চলমান বৈষম্যের প্রতিবাদে ৫ দফা দাবিতে গত ২৭ আগস্ট মৎস্য অধিদপ্তরের মহা পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করলেও দায় সারা আশ্বাস দিয়ে কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তাই শিক্ষার্থীরা ক্লাস বর্জন এবং সকল প্রকার পরীক্ষা বর্জনের কর্মসূচির ডাক দেন।
এসমময় শিক্ষার্থীরা নিয়োগ বিধিমালা ২০২০ এর কতিপয় ধারা সংশোধনের মাধ্যমে ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত পদগুলোতে একক নিয়োগ, অন্যান্য ডিপ্লোমার ন্যায় ১০ গ্রেডে উপ-সহকারী মৎস্য কর্মকর্তা পদে ডিপ্লোমাধারীদের একক নিয়োগ নিশ্চিতসহ ৫ দফা দাবি তুলে ধরেন।
ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বক্তারা আরও বলেন, তাদের দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর