গ্রেড বৈষম্য দূর করতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ কর্মসূচির আয়োজন করে পিটিআই এ প্রশিক্ষণরত শিক্ষকরা। এতে শিক্ষক রাসেদুজ্জামান রাসেল, সাগর হোসেন, আসাদুজ্জামান সজল, মাহমুদুল হাসান, সেবিনা খাতুন, শাম্মী ইসলাম, আইরিচ নাহারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। সেই সাথে শিক্ষকদের ১২ তম গ্রেডে উন্নীতকরণ প্রস্তাব বাতিল করে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর