
রাজবাড়ীতে কার্ডধারীদের কাছে বিক্রি না করে চোরাই পথে আটা ও চাউল বিক্রির উদ্দেশ্যে পাচারকালে স্থানীয় জনতা আটক করে প্রশাসনে সোপর্দ করেছে। এ সময় ডিলার মহসীন মৃধা সুকৌশলে পালিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, রাজবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের ওএমএস ডিলার ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহসীন মৃধা দীর্ঘদিন ধরে কার্ডধারীদের নিকট চাউল ও আটা বিক্রি না করে কালোবাজারে বিক্রি করে আসছিল। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে ২৬০ কেজি চাউল ও ১৫০ কেজি আটা একটি রিকশায় উঠিয়ে কালোবাজারে বিক্রির জন্য পাচার করছিল।
এ সময় স্থানীয় জনতা হাতেনাতে রিকশা চালককে আটক করলেও ডিলার মহসীন মৃধা সুকৌশলে পালিয়ে যায়। পরে বিষয়টি জেলা প্রশাসক, জেলা পুলিশ ও জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করা সহ মালামাল জব্দ করে।
রাজবাড়ী জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. আবু কাউছার বলেন, ওএমএস ডিলার মহসীন মৃধা কার্ডধারীদের নিকট চাউল ও আটা বিক্রি না করে গোপনে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে রিকশায় পাচারকালে স্থানীয় জনতা আটক করে। আমাদেরকে খবর দিলে পুলিশ সহ ঘটনাস্থলে গিয়ে ২৬০ কেজি চাউল ও ১৫০ কেজি আটা জব্দ করা হয়। তবে ডিলার পালিয়ে যায়। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর