
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েটে) স্থায়ী ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টায় ক্যাম্পাসের বকুলতলা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের ২য় ফটক থেকে ঢাকা-শিমুলতলী সড়ক হয়ে ক্যাম্পাসের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘বুয়েট-কুয়েট ভিসি পেল, ডুয়েট কেন বাদ গেল’, ‘দাবি মোদের একটাই, ডুয়েটে ভিসি চাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আমানউল্লাহ বলেন, অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের মত দ্রুত সময়ে ডুয়েটে ভিসি নিয়োগ দিতে হবে এবং ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই ডুয়েটে ভিসি নিয়োগ দিতে হবে। কোনো স্বৈরাচারের দোসরকে ভিসি হিসেবে মেনে নিবে না ডুয়েট শিক্ষার্থীরা। পাশাপাশি ডুয়েটের বাইরে থেকে ভিসি নিয়োগ করা হলে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
ডুয়েটের তৃতীয় বর্ষের আরমান চৌধুরী ও চতুর্থ বর্ষের ফরহাদ রেজা ও আল নাহিয়ান জানান, ভিসি নিয়োগে দেরি হলে কর্মসূচি আসবে। ডুয়েট শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগ করতে হবে।
উল্লেখ্য, পহেলা সেপ্টেম্বর থেকে যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আরেফিন কাওসার অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আর্থিক বিষয়াদির দায়িত্বপ্রাপ্ত হিসেবে রয়েছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর