
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জিয়া মোড় থেকে এই মিছিল বের করা হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির শাখার সমন্বয়ক ও সহ- সমন্বয়করা সহ বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীরা আবরার ফাহাদ ও তোফাজ্জলসহ বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা বলেন, গতকাল ঢাবি ও জাবিতে যে পৈশাচিক ঘটনা ঘটেছে আমার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর দেখতে চাই। এমনকি তোফাজ্জলের খুনিদের এমন শাস্তি দিতে যেন আগামী ৫০ বছরেও এমন ঘটনার নজির না থাকে। তোফাজ্জল ও আবরারের হত্যাকাণ্ডের ঘটনা একই সূত্রে গাঁথা। ঢাবিতে হত্যার পিছনে কারা ইন্ধন দিয়েছে তাদেরকেও তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। এমনকি সে যেই হোক না কেন তাকেও শাস্তির আওতায় আনতো হবে।
তারা আরো বলেন, ঢাবির মতো জায়গা এমন ঘটনা লজ্জাজনক! শুধু ঢাবি বা জাবি নয়, সারাদেশে যারা মব জাস্টিসের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছেন, তাদের থেকে ছাত্রসমাজ এর হিসাব কড়ায়গণ্ডায় নিবে। দেশের যেখানেই নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি হবে, সেখানে ছাত্রসমাজ রুখে দাঁড়াবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, আমাদের এই সংগ্রাম এখনও শেষ হয়নি। যতদিন বৈষম্যহীন সমাজ গড়ে না উঠবে, ততদিন আমাদের আন্দোলন চলবে। ইতোমধ্যে একটি দুষ্কৃতকারী মহল মব জাস্টিসের নামে বিভিন্ন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে। আমরা ফ্যাসিস্ট গোষ্ঠীকে রুখে দিয়ে জুলাইয়ের আন্দোলন সফল করেছি। এখন নৈরাজ্য সৃষ্টি করছেন, আপনাদেরকেও দমাতে ছাত্রসমাজের সময় লাগবে না। সবসময় দেশের বিরুদ্ধে একটি গোষ্ঠী কাজ করে গেছে, এরাও কিন্তু বসে নেই। আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে আবরার ফাহাদের হত্যাকাণ্ডসহ ও সম্প্রতি ঘটনার বিচারের দাবি জানাচ্ছি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর