জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নড়াইল জেলা ছাত্রকল্যাণ সংসদ এর ২০২৪-২৫ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী তানভীর আহমেদ শুভ এবং সাধারণ সম্পাদক হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী শিবলি হাসান। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। নবগঠিত এই কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে সহ- সভাপতি পদে আছেন মাহমুদ শাওন, মো. বোরহান উদ্দিন, অনুপম রায়, মো. বিপ্লব শেখ, নাফিজ তানজিম, সৌরভ রায়, মেহেদী হাসান চয়ন, সৈয়দা সুরাইয়া লিয়া, সাইমুন নিলয়, স্বর্নালী আফরিন, নুসরাত রিতু।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন, উমিত সাহা, শওদা আহমেদ, আখি কাজল, এস. এম. রামিম মল্লিক, আলভী নিতুল, ঋতু সাহা। কোশাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ইনামুল সিকদার ও উপ- কোশাধ্যক্ষ ইয়াসিম আকাশ।
সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন মো. বোরহান শেখ, ফরহাদ যান প্রান্ত, আরাফাত খান, শরিফন আহমেদ তন্বী। দপ্তর সম্পাদক হয়েছেন মোল্যা জিহাদ ও উপ-দপ্তর সম্পাদক রানা পারভেজ।
প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন সৈয়দা সেফরাত ইফতি ও উপ-প্রচার সম্পাদক তাহেরা ফিলিন সোনালি। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রানা হামিদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মৌসুমি আফরোজ, উপ- সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল ইমরান, ছাত্রী বিষয়ক সম্পাদক সুবর্ণা তরফদার। ক্রীড়া সম্পাদক হাবিবুল্লাহ বাহার ও উপ-ক্রীড়া সম্পাদক মুকিত হাসান।
আপ্যায়ন বিষয়ক সম্পাদক প্রান্ত বিশ্বাস, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. ইলিয়াছ, কর্মসূচি বিষয়ক সম্পাদক মোছা. আনিকা ইসলাম, উপ-কর্মসূচি বিষয়ক সম্পাদক বৃষ্টি খানম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মনজুরুল ইসলাম।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, হৃদন সিদ্দিকী উপন্ত, লিমন ইসলাম তুহিন, পিয়াস কর্মকার, তাসনোভা আহমেদ পুষ্পিতা, তানভীর রহমান, সাইমুন হৃদয়, উপমা সাহা, রত্না হোড়ে, খুশি খানম, সুমাইয়া খানম, নুশরাত জাহান।
নবগঠিত কমিটির সভাপতি তানভীর আহমেদ শুভ বলেন, নড়াইল জেলা ছাত্র সংসদের সাথে প্রথম থেকেই জড়িত আছি,এটা আমাদের আবেগের সংগঠন। সবাই আমাকে বিশ্বাস করে সভাপতির দায়িত্ব অর্পণ করছে, ইনশাআল্লাহ তাদের বিশ্বাসের মর্যাদা আমি রাখবো।আমাদের সবার চেষ্টায় নড়াইল জেলা ছাত্র সংসদ উন্নতির শিখরে পৌঁছাবে সেই আশা রাখি।
সাধারণ সম্পাদক শিবলি হাসান বলেন, নড়াইল জেলা সমিতির সবাইকে এক পরিবারের মতো নিয়ে সামনের দিনে সৃজনশীল ও গতিশীল জেলা সমিতি উপহার দিতে চাই
শাকিল/সাএ
সর্বশেষ খবর