
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে পিটিয়ে হত্যা করা বরগুনার মানসিক ভারসাম্যহীন যুবক মাসুদ কামাল তোফাজ্জলের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় গ্রামের বাড়ি পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানিতে পারিবারিক কবরস্থানে বাবা, মা ও ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি।
এর আগে সকাল ৯টায় স্থানীয় মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে কয়েক শতাধিক মানুষের ঢল নামে। জানাজা শেষে তোফাজ্জল হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন করেন স্থানীয়রা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। রাত ১০টা পর্যন্ত হলের গেস্টরুমে কয়েক দফা মারধর করা হয় তাকে। এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে খাবারও খাওয়ায় শিক্ষার্থীরা। এরপর আবারও মারধর করা হয়। এ সময় তোফাজ্জল অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
২০১১ সালে তোফাজ্জলের বাবা আবদুর রহমান মারা যান, ২০১৩ সালে মারা যান মা বিউটি বেগম, এরপর ২০২৩ সালে ভাই পুলিশের এএসআই নাসির উদ্দিনও মারা যান। একের পর এক মৃত্যুর শোকের মধ্যে তোফাজ্জলের প্রেমিকার অন্যত্র বিয়ে দিয়ে দেন তার প্রভাবশালী বাবা এবং মেয়ের বিয়ের আগে সন্ত্রাসীদের দিয়ে মারধর করান তোফাজ্জলকে। এরপর থেকে পুরোপুরি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তোফাজ্জল।
শাকিল/সাএ
সর্বশেষ খবর