বাংলাদেশে চলমান পরিস্থিতিতে হিন্দুদের উপর বর্বরোচিত নির্যাতন, মঠ-মন্দির, ঘর-বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, জায়গা-জমি দখলসহ সকল অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ রংপুর। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে ৮ দফা দাবী পেশ করেন তারা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
টাউনহলের পাবলিক লাইব্রেরি মাঠে বিকেলে জমায়েত হয় বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ রংপুরের নেতাকর্মীরা। সেখানে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ রংপুরের প্রধান সমন্বয়কারী মানিক চন্দ্র হৃদয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন দীপন রায়, রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন দাবি সম্বলিত ৮ দফা দাবি পেশ করে করেন তারা। সমাবেশ শেষে টাউহল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি কারো বাপদাদার, পদ্মা মেঘনা যমুনা, সনাতনীর ঠিকানা, তুমি কে আমি কে সনাতনী সনাতনী স্লোগান দিতে দেখা যায় তাদের।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর