ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে দীর্ঘসূত্রিতার প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৪ টা থেকে ৫ টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন তারা। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এর আগে বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি প্রধান ফটকে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির শাখার সমন্বয়ক ও সহ সমন্বয়কসহ বিভিন্ন বিভাগের ৩ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনতিবিলম্বে উপাচার্য নিয়োগের দাবি জানান। তবে দুর্নীতির দায়ে অভিযুক্ত কেউ উপাচার্য হলে ক্যাম্পাসে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, ছাত্রদের রক্তের বিনিময়ে আজকের এই বিজয় এসেছে। অথচ আমাদের দাবি-দাওয়া মেনে নিতে এই সরকার গড়িমসি করছে। উপাচার্য নিয়োগ না হওয়ার কারণে অ্যাকাডেমিক স্থবিরতা তৈরি হয়েছে। যদি অনতিবিলম্বে উপাচার্য নিয়োগ দেওয়া না হয় তাহলে আরো কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো। আমরা শীঘ্রই একজন যোগ্য, সৎ, ন্যায়পরায়ণ ও একাডেমিশিয়ান উপাচার্য নিয়োগ দেওয়া দাবি জানাচ্ছি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হলেও ইবির মতো বড় বিশ্ববিদ্যালয়ে এখনও নিয়োগ দেওয়া হয়নি, যা খুবই দুঃখজনক।
সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, আমরা গত তিন বা চার মাসে ক্লাসে বসতে পারি নাই। জুলাই বিপ্লবের পরও বসতে পারছি না উপাচার্য না থাকায়। আমরা অবিলম্বে দক্ষ উপাচার্য নিয়োগ চাই। যার কোন দুর্নীতির কল রেকর্ড ফাঁস হবে না। এমনকি পূর্বে দুর্নীতির দায়ে অভিযুক্ত এমন কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। আমরা এমন উপাচার্য চাই যিনি ক্যাম্পাস থেকে দুর্নীতি ও সন্ত্রাস দূর করবে।
সমন্বয়ক এস এম সুইট বলেন, অতি স্বল্প সময়ে উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছি। সরকারের কাছে জানতে চাই আমরা কেন এখনও অভিভাবক পাচ্ছি না। এর আগেও উপাচার্যের দাবিতে আন্দোলন করেছি। তবে আমরা কোন ফলাফল পাইনি। যতদিন পর্যন্ত যোগ্য ও সৎ উপাচার্য না পাচ্ছি ততদিন আন্দোলন চালিয়ে যাবো। তবে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ উপাচার্য হলে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। আগামীকালও আমরা একই দাবিতে আন্দোলন করবো।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর