
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরসহ ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের সঙ্গে বৈঠক করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে প্রথমে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ইসলামি ছাত্রশিবির, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য।
পরে ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী, ইসলামী ছাত্র আন্দোলন এবং ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আলোচনা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শিবির সভাপতি বলেন, গণভ্যুত্থানের প্রত্যাশার আলোকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেধার রাজনীতি চায়- বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এমন দাবি রেখেছি আমরা। আমরা প্রশাসনকে জানিয়েছি, ছাত্ররাজনীতি বন্ধ করা কোনো প্রাজ্ঞ সিদ্ধান্ত নয়। গণভ্যুত্থানের প্রত্যাশার আলোকে ছাত্ররাজনীতি গড়ে উঠবে। গত পনেরো বছরে ধরে ছাত্ররাজনীতির নামে জুলুমতন্ত্র চলে আসছে। আমরা এটার অবসান চাই। আমরা মেধার ভিত্তিতে রাজনীতি, শিক্ষার্থীদের অধিকার আদায়ের রাজনীতি চাই।
সাদেক কাইয়ুম বলেন, আমরা ইনক্লুসিভ ছাত্র রাজনীতি চাই। এখানে কোনো বিভাজন থাকবে না। শিক্ষার্থীরা তাদের কথা বলার অধিকার পাবে, স্বাধীনতা পাবে। প্রত্যেকেই তাদের আদর্শ চর্চা করবে কিন্তু কেউ কাউকে বলপ্রয়োগ করে চাপিয়ে দিতে পারবে না। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির সংস্কার কেমন হবে তা নিয়ে আমরা শিক্ষক-শিক্ষার্থীসহ সকল ছাত্রসংগঠনগুলোকে নিয়ে একটি পলিসি ডিসকাশনের আহ্বান করেছি। সেখানে ছাত্রসংগঠনগুলো তাদের মতামত তুলে ধরবে।
আজকের আলোচনায় আর কী কী বিষয় ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দ্রুত ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছি। আর ফ্যাসিস্টদের দোসরদের দ্বারা তৈরি সিন্ডিকেট ভেঙে দেয়ার আহ্বান জানিয়েছি।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কাউন্সিল আহ্বায়ক সাজিদুল ইসলাম বলেন, আলোচনায় আমরা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন, তিয়াত্তরের অধ্যাদেশের বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে আলাপ আলোচনা করেছি। ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনীতি প্রয়োজন। রাজনীতি বন্ধ করা কোনো সঠিক সিদ্ধান্ত নয়। আমরা এই আলোচনায় যারা আন্দোলনের সময় হামলা ও বিভিন্ন ষড়যন্ত্রে শামিল ছিল তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছি। এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করার বিষয়ে নিরাপত্তা প্রদানের দাবি জানিয়েছি।
আলোচনায় শিবিরের অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংসদে নিষিদ্ধ ছাত্র সংগঠন কীভাবে এমন আলোচনার দাওয়াত পায় তা আমার জানা নেই। তাদের উচিত একাত্তরে তাদের অবস্থানের বিষয়ে তাদের বক্তব্য ক্লিয়ার করা।
মিটিং শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করা এখন মূল কাজ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে মূলত এই বিষয়ে আলোচনার জন্যই ডেকেছে এবং আমাদের সার্বিক সহায়তা চেয়েছে।
ছাত্র-রাজনীতির বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আলোচনায় আমরা ক্যাম্পাসে সুষ্ঠু রাজনীতির বিষয়ে দাবি জানিয়েছি।আসলে গত বৃহস্পতিবার ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় নি বরং এ নিয়ে আলোচনা হয়েছে। সভায় উপস্থিত কয়েকজন আওয়ামী লীগের দোসর সাংবাদিকদেরকে ভুল তথ্য দিয়ে মিসগাইড করেছে।
অন্যথায় এ বিষয়ে বিশ্ববিদ্যালয় অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করত। তাই আমরা ফ্যাসিবাদের দোসরদের নিয়ে গঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটি ভেঙে দেয়ার দাবি জানিয়েছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হক বলেন, আসলে এতদিন যে ক্যাম্পাসে কোনো রাজনীতি ছিল না। যা ছিল তা হল জুলুম-নিপীড়ন আর চাপিয়ে দেয়ার সংস্কৃতি। এসবকে ছাত্র রাজনীতি বলা যায় না। সুষ্ঠু সামাজিক বিকাশের জন্য ছাত্র রাজনীতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি জানিয়েছি এবং দ্রুত ডাকসু নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছি।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন, আমরা ক্যাম্পাসে সন্ত্রাস-দখলদারিত্ব বন্ধ করতে প্রথম বর্ষ থেকে প্রশাসনিক তত্ত্বাবধানে সিট বণ্টন এবং জোর করে রাজনৈতিক কর্মসূচিতে নেওয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছি। আমরা অবিলম্বে পরিবেশ পরিষদের মিটিং আহ্বান এবং ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছি।
ক্যাম্পাসে পুলিশি হামলার নির্দেশদাতা সিন্ডিকেট সদস্যদের সাথে মিটিং ছাত্র-জনতার অভ্যুত্থান এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরিপন্থি বলে উল্লেখ করেছি। এই সিন্ডিকেট ভেঙ্গে নতুন সিন্ডিকেট গঠনের দাবি জানিয়েছি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর