সিরাজগঞ্জ উল্লাপাড়ায় বজ্রপাতে একই গ্রামের ২ জনের মৃত্যু হয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর ইউনিয়নের নাগরৌহা এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার নাগরৌহা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রুহুল (৩০) ও বেলাল হোসেনের ছেলে আশরাফ (৪০)।
পরিবার সূত্রে জানা যায়, দিনমজুরের কাজ করে বাড়ি ফেরার পথে সন্ধ্যার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছোলে বজ্রপাতের কবলে পরে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসন থেকে পরিবার দুটিকে আর্থিক সহায়তায় করার উদ্যোগ নেওয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর