জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৪তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে রাজা-রানী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে রাজা পদে নির্বাচিত হয়েছেন নিক্সন খান ও রানী পদে নির্বাচিত হয়েছেন সাকিনা ইসলাম ঈষিকা। তারা দুইজনই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের শিক্ষার্থী।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে সোয়া ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে জাকসু ভবনে এদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচনে উভয় পদেই দুইজন করে প্রতিদ্বন্দ্বীতা করেন। ৪৪ তম ব্যাচ থেকে মোট ভোটার ছিল ২ হাজার ১২৫ জন। রাজা পদে ৭০৫টি ও রানী পদে ৬৯৯টি ভোট পড়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর